8
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৫৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৩৮ জন।
এদিকে স্বস্তির বিষয় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি করোনা ভাইরাসে আরও ২ জন মারা গেছেন। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে।
করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (১ মে) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৭৪ জন।