4
ঈদুল-উল-ফিতর উপলক্ষে আধারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাঝিকান্দি গ্রামে পাঞ্জাবি প্রধান করে। অধারা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রফিক সৈয়াল বিতরণ করেছেন।
গত দুই তিন ধরে তিনি মাঝিকান্দি গ্রামের মধ্যে বয়সী ও যুবকদের মাঝে পাঞ্জাবি বিতরণ করেন। এ ছাড়াও রফিক সৈয়াল ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিতরণ বিষয় রফিক সৈয়াল জানান, একদিকে করোনা মহামারি ও আরেক দিকে ঈদ। তাই আমি এলাকা ও আশেপাশে ৭০ পিস পাঞ্জাবি মধ্যে বয়সী, গ্রামের যুবকদের মাঝে বিতরণ করি। যাতে সবাই পাঞ্জাবি পরে একসাথে ঈদের জামাত পড়তে পারে।