5
মুন্সীগঞ্জ জেলা পুলিশে কর্মরত টিএসআই মাজেদুল হক চৌধুরী আজ (৩ আগস্ট ২০২০) বিকেল ৬টা ১৮ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
তিনি গত ২৪ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে ২৬ জুলাই তাকে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনা ও তত্ত্বাবধানে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। একই দিনে তার কোভিড ১৯ টেস্টের ফলাফল পজিটিভ আসে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন।
টিএসআই মাজেদুল হক চৌধুরী ১৯৮০ সালে পুলিশ কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছর তিনি নিষ্ঠা ও পরিশ্রমের সাথে বাংলাদেশ পুলিশে কাজ করে গেছেন। করোনাকালীন সময়েও তিনি তার কর্তব্যে অবিচল ছিলেন।
জেলা পুলিশ, মুন্সীগঞ্জ করোনাবীর এই সহযোদ্ধার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।