Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

করোনা শনাক্ত আরও ৩০০৯ জনের, মৃত্যু ৩৫

অনলাইন ডেস্ক
আপডেট সময় : Wednesday, July 29, 2020

1

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও ৩৫ জন। ফলে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস পাওয়া গেছে তিন হাজার নয়জনের। এতে শনাক্ত রোগী এখন দুই লাখ ৩২ হাজার ১৯৪।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি নতুন সংযুক্ত একটিসহ ৮২টি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ১২৭টি নমুনা। এ নিয়ে নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে তিন হাজার নয়জনের। এ নিয়ে শনাক্ত রোগী দুই লাখ ৩২ হাজার ১৯৪ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মারা গেলেন তিন হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৮৭৮ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ২৯২ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares