Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় নির্দেশনা মেনে চলুনঃ সাগুফতা ইয়াসমিন

বর্ষন মোহাম্মদ 234 বার
আপডেট সময় : Saturday, May 2, 2020
সাগুফতা ইয়াসমিন
সাগুফতা ইয়াসমিন

1

দৌর্দন্ড প্রতাপে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে বৈশি^ক মহামারি কোভিড-১৯ উল্লেখ পূর্বক, মুন্সীগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমেলি সর্বস্তরের জনসাধারণকে নিরাপদে থাকার আহবান জানিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপত্তার জন্য সরকারি নির্দেশনা অনুসৃতের আহবান জানান তিনি। বিশেষত সংক্রমিত থেকে সুরক্ষার জন্য সামাজিক দুরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন। জনসাধারনের উদ্দেশ্যে উদাত্ত আহবান জানিয়ে বলেন, সর্বাত্মক ঘরে থাকা নিশ্চিত করতে হবে। অতীব জরুরী ক্ষেত্রে ঘর থেকে বের হলেও মাস্ক ব্যবহার করুন। কার্যস্থলে অথবা কর্মকান্ডের সময় অবশ্যই কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দুরত্বে অবস্থানের নির্দেশণা অনুসরণ করুন। এছাড়া প্রায় সময়ই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ব্যপক জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান তিনি।
সাগুফতা ইয়াসমিন বলেন, বিশে^র অনেক উন্নত সমৃদ্ধ রাষ্ট্রগুলোর তুলনায় বাংলাদেশে সংক্রমিতে মৃত্যু এবং সংক্রমণের হার অতি নগণ্য। করোনা সংক্রমণ দেশে ব্যপক বিস্তৃতি রোধে সময়োপযুগী যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করায় বঙ্গবন্ধুর সুুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা করেন তিনি। মহা পরাক্রমশালী রাষ্ট্র প্রধানরা যেখানে সংক্রমণ রোধে ব্যর্থ হয়েছেন, ঠিক সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্যের অনন্য নজীর উপস্থাপন করেছেন। পৃথিবীর সর্বাপেক্ষা সমাদৃত ‘ফোবর্স ম্যাগাজিনে ও’ কোভিড-১৯ প্রতিরোধের ক্ষেত্রে প্রশংসা বানে সিক্ত হয়েছেন শেখ হাসিনা। সকলকে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সম্মিলিত প্রয়াসেরও আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares