5
নিজে আহারের আগে আর একজনের কথা ভাবতে হবে এই শ্লোগান নিয়ে শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল এর নেতৃত্বে একটি সামাজিক সংগঠন “বর্ণ ছাতা” এর উদ্যোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার কর্মহীন দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে।
বিপুল দেশে করোনা প্রার্দূভাব সৃষ্টির পর থেকে করোনা ঝুঁকির মধ্যেও মানব সেবায় সংগঠনের পাশাপাশি নিজেকে নিয়োজিত রেখেছেন।
সদরের গ্রাম কিংবা পাড়া মহল্লা সব খানেই নিজের সাধ্যমত খাদ্য উপহার নিয়ে পৌছে যাচ্ছেন তিনি। এবার চাল,ডাল,তেল,পেয়াজ ও লবনের পাশাপাশি মুরগির গোস্তও উপহার দিচ্ছেন বাড়ী বাড়ী। মানব সেবায় তার এমন উদ্যোগ প্রশংসনিয় দাবী করে তাকে মানবতার ফেরিওয়ালে বলে আক্ষায়ীত করেছেন সাধারণ মানুষ।
বিপুল জানান, প্রতিটা মানুষেরই জীবনের এক সেকেন্টের গ্যারান্টি নাই। যে কোন সময় মৃত্যু আসতে পারে। তাই কিছু ভালো কাজ করে যেতে পারলে পরপারে কিছুটা হলেও শান্তি পাবো। তাই নিজের সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যতদিন করোনা প্রার্দূভাব থাকবে আমার সহায়তা কর্যক্রমও অব্যাহত থাকবে। অসহায় কর্মহীনদের সহযোগীতায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।