5
হাসপাতালের সামনে আনুমানিক ৭০ বছর বয়স্ক এই বৃদ্ধকে হাসপাতালের লোকজন ভোর ৫ টায় দেখতে পায়। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন। কে বা কারা মাঝরাতে হাসপাতালের সামনে বৃদ্ধকে ফেলে রেখে গেছে। ইমার্জেন্সিতে চিকিৎসার পর হাসপাতালে ভর্তি রাখা হয়। পরে অবস্থার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুুতি সম্পন্ন হয়। কিন্তুু এর পূর্বেই বৃদ্ধের মৃত্যু ঘটে।
পুলিশ লোকটির পরিচয় নিশ্চিত হতে পারছিলো না। মুসলমান ভেবে অজ্ঞাত লাশ হিসেবে মাটি দেওয়ার প্রস্তুতি নেয় পুলিশ। কবর খোঁড়া শেষ, গোসল করিয়ে কাফনের কাপড় পড়িয়ে নেয়া হয় জানাজার প্রস্তুতি।
এমন সময় পিবিআইয়ের ফোন আসে, পরিচয় পাওয়া গেছে লাশের। মৃত ব্যক্তি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর জেলে পাড়া গ্রামের মৃত হরেন্দ্রলাল বর্মনের ছেলে শ্রীনাথ চন্দ্র বর্মন। মৃতের ছেলে দিপুল বর্মন জানান, তার বাবা মানসিক সমস্যা ছিল। গত ২২ নভেম্বর সে নিখোঁজ হয়। ২৩ নভেম্বর কেরানীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছিল।
ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রেজাউল হক জানান, গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে আমরা দেখতে পাই লোকটীকে। এরপর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক আবদুস সালাম জানান, সোমবার সন্ধ্যায় খবর পাই হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বজন না থাকায় মঙ্গলবার দুপুরে ষোলঘর ইউপি চেয়ারম্যানের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়। পরে দুইটার দিকে তার পরিচয় পাওয়া যায়। স্বজনদের খবর দিলে তারা লাশ নিয়ে যায়।