4
মটর সাইকে যেন খাদ্য ভান্ডার এমন নজির সৃষ্টি করলেন সাবেক মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগ সভাপতি ও বর্তমান মুন্সীগঞ্জ শহর যুবলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুল। তিনি দেশে করোনা প্রার্দুভাব লক্ষন শুরু হওয়ার পর থেকে সদর উপজেলার বিভিন্ন গ্রাম,পাড়া,মহল্লায় কর্মহীন পরিবারের মাঝে ছুটে চলছেন খাদ্য সামগ্রী নিয়ে।
তারই ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) তার বাহন মটর সাইকেল (বাইক) টিকে খাদ্য ভান্ডারে রুপান্তর করে তা পৌঁছে দিয়েছেন শহরের বিভিন্ন মহল্লার মধ্যবিত্ত পরিবারের মাঝে। তার এমন কর্মকান্ডে কর্মহীন পরিবার গুলোর মুখে হাসি ফুটেছে।
বিপুল জানান, কখন কি হয়ে যায় তার নিশ্চয়তা নেই। টাকা পায়সা দিয়ে কি হবে যদি তা মানব সেবায় না আসে। তাই কর্মহীন খাদ্য সংকটে পরা পরিবার গুলোকে খুজে খুজে খাদ্য সহায়তা পৌছে দেয়ার চেষ্টা করছি এবং করে যাবো।