1
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান সাদী অভিযানে নেতৃত্ব দিয়েছেন।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক আসিফ আল আজাদসহসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির দায়ে টেংগারচর ইউনিয়নের উত্তর শাহাপুর এলাকার থাই হাউস ও বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুজনের এক মাসের কারাদণ্ড দেয়া হয়। জামালদি বাস স্ট্যান্ড এলাকার কলাপাতা সুইটস্ নামে একটি মিষ্টির দোকানকে ৩৭ ধারায় পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে জামালদী বাস স্ট্যান্ড এলাকার সালেহা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।