1
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড টু মুন্সীগঞ্জ মহাসড়ক বর্ধিতকরণ রাস্তায় নির্মাণাধীন গাইডওয়ালে ফাটল ধরেছে। এতে প্রায় এক কিলোমিটার ওয়াল ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায় মঙ্গলবার সকাল থেকে ফাটল ধরায় গাইডওয়াল মেরামতের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাই টেক ইঞ্জিনিয়ারিং লি: এর কর্মচারী ও নিযুক্ত দৈনিক দিন মজুর ২০ থেকে২৫ জন শ্রমিক।
স্থানীয় রিপন সরকার, রিফাত হোসেন, আজমত বেপারী জানান ভবেরচর টু মুন্সীগঞ্জ সদর মহাসড়ক বর্ধিত রাস্তার গাইড ওয়াল নির্মান কাজ চলছে। সঠিকভাবে কাজের তদারকি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিন্মমানের কাজ করে সরকারের কোটি কোটি টাকার অপচয় ঘটিয়েছে। তাদের অভিযোগ নির্মাণাধীন গাইড ওয়ালে সঠিকভাবে গভীরতা বজায় না রেখে , পানি ও কাধা অবস্থায় কম সিমেন্ট মিক্সার দিয়ে কাজে নয় ছয় করে শেষ করছে সরকারের টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাই টেকের কর্মচারী তাহের জানান,সকাল থেকে পূর্ন নির্মাণে শ্রমিক কাজ করছে। কোম্পানির ইঞ্জিনিয়ারদের নাম মোবাইল আমার জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী জানান বিষয়টি অবগত হয়ে পরিদর্শন করেছি। সড়ক ও জন পথের নারায়ণগঞ্জ জোন শাখার নির্বাহী পরিচারক কে অবগত করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন বিভাগীয় দপ্তরে জানানো হবে।
সড়ক ও জনপথের নারায়ণগঞ্জ জোন শাখার নির্বাহী পরিচালক মো; জহিরুল ইসলাম জানান গাইড ওয়ালের পাতলা আস্তরন ফাটল ধরেছে। কাজ নিন্মমানের হয় নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানকে পূর্ন মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে।