1
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, গ্রাম পুলিশ সহ স্থানীয় সাড়ে সাতশ‘ অসচ্ছল পরিবারকে ঈদুর ফিতর উপলক্ষ্যে নগদ সহায়তা সর্বমোট চার লক্ষাধিক টাকা প্রদান করেছেন টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মো: ইসহাক আলী।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সামাজিক দুরত্ব বজায় রেখে নিজস্ব লোকবলের মাধ্যমে প্রতিটি পরিবারে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে।
মো: ইসহাক আলী জানান, সাতশ‘ পরিবারের নামের তালিকা সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তার কাছে দেয়া হয়েছে বাকী পঞ্চাশজন আমার বন্ধু স্বজন যাদের নাম প্রকাশ করছি না। সহায়তা ভোগীদের মধ্যে ইমাম, মুয়াজ্জেম, মাদ্রসা শিক্ষক ও গ্রাম পুলিশ সদস্যদের প্রতি পরিবারে এক হাজার টাকা ও স্থানীয় দুটি আবাসন প্রকল্পের বাসিন্দা ও টেংগারচর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের অসচ্ছল ঘরবন্দি কর্মহীন সাড়ে ছয়শ‘ পরিবার প্রতি পাঁচশ‘ টাকা দেয়া হয়েছে।