8
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসককে কভিড-১৯ শনাক্ত করা হয়েছে।
আজ শুক্রবার চিকিৎসকদ্বয়ের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় ছয় স্বাস্থ্যকর্মীসহ মোট ১২ জনের(কভিড-১৯) পজেটিভ শনাক্ত করা হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন করে আক্রান্তরা একজন জুনিয়র কনসালটেন্ট অপর জন মেডিকেল অফিসার। আজকের পজেটিভ শনাক্ত হওয়া মেডিকেল অফিসার গতকাল বৃহস্পতিবার বহির্:বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেছিলেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, নতুন সংক্রমিত দুজনসহ আরো কয়েকজনের নমূনা এপ্রিল মাসের ২৫ তারিখে পাঠানো হয়েছিল । আজ শুক্রবার দুজনের পজেটিভ প্রতিবেদন হাতে পেয়েছি।