8
করোনা উপসর্গ সন্দেহে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ ৬০ জনের সোয়াব (নমুনা) সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে করোনা সন্দেহে ৬০ জনের সোয়াব সংগ্রহ করার পর পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।
তবে, সোয়াব পরীক্ষার রিপোর্ট আইইডিসিআরে পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে আগামী ৩ থেকে ৪ দিন পর জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোয়াব সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ আশরাফুল আলম শুভ, মেডিকেল টেকনোলজি ল্যাব মাহমুদুল হাসান, মেডিকেল টেকনোলজি ল্যাব ই পি আই কুতুব উদ্দিন মোল্লা, এস আই ফারহানা খান, সি এস সি টি আরিফ হোসেন।