Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

চরকেওয়ারের দক্ষিণ চরমশুরার সেতুর রেলিং ভাঙ্গা

তুষার আহাম্মেদ
আপডেট সময় : Sunday, November 8, 2020
চরকেওয়ারের দক্ষিণ চরমশুরার সেতুর রেলিং ভাঙ্গা

1

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের এই সেতুতে বর্তমানে রেলিং ভেঙ্গে গেছে। নিম্নমানের রেলিং নির্মাণ করায় এমনটি হয়েছে বলে অনেকেই মনে করছেন। এর ফলে এখানে যে কোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এখানকার মানুষ আশংকা করছে। এদিকে এ সেতুর পিলার গুলো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

যে কোন সময়ে এটি এখান থেকে ভেঙ্গে পড়তে পারে। এ সেতুর পশ্চিম পাশের রেলিং বর্তমানে ভেঙ্গে ঝুলে রয়েছে।মুন্সীরহাটের পিছনের রমজানবেগ হয়ে এ সেতুতে যেতে হয়। এ সেতু দিয়ে বর্ষারচরের বালুর মাঠেও যাওয়া যায়। এ সড়ক পথ দিয়ে জাজিরা ও মিনা বাজারেও যাওয়া যায়।

সেই হিসেবে এ সেতুটি এ পথের জন্য সবচেয়ে গুরুত্ব পূর্ণ। তাই এ সেতুটি রেলিং ও সেতুর পিলার সংস্কার জরুরীভাবে প্রয়োজন। তা না হলে যে কোন সময়ে এ পথের সাথে মুন্সীগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares