সদরের প্রানকেন্দ্র সিপাহীপাড়া বাজারে নিয়মে না মেনে ফুটপাতে ঈদের কেনাবেচার হাট জমে উঠেছে। কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদিতে ফুটপাত ও মার্কেটের দোকানগুলোতে হচ্ছে ঈদের পোশাক কেনা বেচা। এদিকে রামপাল ইউনিয়নে সদর উপজেলায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে এখানে জনমনে আতঙ্ক বেড়েই চলেছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সরেজমিনে দেখা যায়, সিপাহীপাড়া ফুটপাতে বিভিন্ন দোকানীদের পসরায় মহিলা পুরুষদের ভিড়। এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে হাজী সিরাজুল ইসলাম মার্কেটে ভিড় ছিল চোখে পড়ার মত। এছাড়াও মোল্লা প্লাজা, সুফিয়া প্লাজা, মন্ডল মার্কেট সহ অন্যান্য মার্কেটগুলোতে গাদাগাদি দেখা গেছে। অভিযোগ রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এলে মার্কেটের শার্টার ফেলে রাখা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, আমরা চাই সামাজিক দূরত্ব। কিন্ত কাস্টমারগণ না বুজলে আমাদের কি করার আছে। সিপাহীপাড়ায় বিভিন্ন এলাকার লোকজন ঈদের শপিং করে থাকে। কিন্তু করোনা ঝুঁকিতেও জমজমাট ঈদ বাজারে সামাজিক দূরত্ব না মানলে আমাদের করোনা ঝু্ঁকি আরো বাড়বে স্থানীয় লোকজন মনে করছেন।