5
মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী ও স্ত্রী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে, আজ সোমবার (৭ ডিসেম্বর) আটককৃত স্বামী স্ত্রীকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে রোববার (৬ ডিসেম্বর) রাতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিন্দুসার এলাকা থেকে ১৫০ পিছ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদার এর ছেলে শহিদুল ইসলাম শহিদ (৩৫) ও তার স্ত্রী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর উপজেলার মৃত মমতাজউদ্দিন বেপারীর মেয়ে মিতু আক্তার (২৬)। তারা টঙ্গীবাড়ী উপজেলার বিন্দুসার এলাকার কামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। সেখান থেকেই তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসা পরিচালনা করতো।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাম্মেল হক, জানান, আসামিদের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।