5
টঙ্গিবাড়ীতে সরকারী রাস্তার গাছ কর্তন করে গাছের পাতা দিয়ে ওই গাছের গোড়া ঢেকে রাখার অভিযোগ পাওয়া গেছে। টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর গ্রামের আমিনুল ইসলাম (৪৫) কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ৭টি চালতা গাছ কেটে নিয়ে গেছেন।
সরেজমিনে, বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী -কামারখাড়া সংযোগ সড়কের ধীপুর গ্রামের সানোয়ারা কোল্ড স্টোরেজ সংলগ্ন ৭টি চালতা গাছ কেটে ফেলা হয়েছে। ওই এলাকার কতিপয় ব্যাক্তি জানান, ধীপুর গ্রামের মৃত আঃ সামাদ বেপারীর ছেলে আমিনুল সস্প্রতি দিবালোকে গাছগুলো কেটে নিয়ে গেছেন। পরে প্রশাসনের লোকজন যাতে না দেখতে পায় সেজন্য গাছের গোড়াগুলো পাতা দিয়ে ঢেকে রেখেছেন।
এ ব্যাপারে আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে সে ওই এলাকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তির নাম উল্লেখ করে বলেন, তারা বিষয়টি জানে। আপনারা যা পারেন করেন।
সরকারি রাস্তার গাছ কাটার বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আপনাদের মাধ্যমে গাছ কাটার বিষয়টি জানতে পারলাম, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।