4
টঙ্গিবাড়ীতে মটরসাইকেল দুর্ঘটনায় সুমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। সুমন টঙ্গিবাড়ী উপজেলার মধ্য খলাগাও গ্রামের আব্দুল জলিল বেপারীর ছোট ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে, সোমবার রাতে মটরসাইকেলে সুমন নিজ বাড়ি হতে হাসাইল বাজারে যাওয়ার পথে তার মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফুলতলা ব্রীজের রেলিংয়ের সাথে লেগে সে গুরুতর আহত হয়।পরে দ্রুত তাকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সুমনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেলে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করে। মঙ্গলবার সকাল ৮ টায় হাসাইল কেন্দ্রীয় মসজিদ মাঠে সুমনের জানাজা সম্পূর্ণ হয় পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়েছে।