5
টঙ্গীবাড়ীতে হতদরিদ্রদের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দামের চাল মাপে কম দেওয়ায় আব্দুল করিম বেপারী নামের এক ডিলারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকায় টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুফলভোগীদের মাঝে বিতরণকালে মাপে কম দেয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার পাইকপাড়া চৌরাস্তায় করিম বেপারীর দোকানে অভিযান পরিচালনা করে।
এ সসয় জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও প্রত্যেককে ৪, ৫ কেজি করে চাল কম দেয়ার প্রমাণ পান আদালত। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে করিম বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
করিম বেপারী উপজেলার পাইকপাড়া গ্রামের সামাদ বেপারীর ছেলে।