1
টঙ্গীবাড়ীতে র্যালি ও কেক কাটার মধ্যে ছাত্রলীগে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খানের নেতৃত্বে এতে অংশ নেয় উপজেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী।
র্যালি শেষে কেক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আহসান কবির হালদার, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামজাদ ঢালী, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম স্বপন, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিল আহমেদ রিয়েল, পাচগাঁও সভাপতি পারভেজ পাইক জিসান, বালিগাঁও আমজাদ আলী কলেজ সভাপতি আবির হোসেন, যশলং ইউনিয়ন সভাপতি রাজু বেপারী, হাসাইল-বানরী সভাপতি সাইফুল ইসলাম দেওয়ান, বেতকা সভাপতি কাওসার খান, আড়িয়ল ইউনিয়ন সভাপতি আহসান আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা পলাশ হোসেন জনি, পীঠু সিকদার, তুষার প্রমুখ