5
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন।
সমাবেশ সভাপতিত্ব করেন সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আমিন খান, আ. আজিজ মিজি, মো: আজাদ বেপারী, আবু বাক্কার মজুমদার, শাহীন খান, আ.রব, আ. মজিদ হাওলাদার, শাহালম বেপারী, মো: দেলোয়ার হোসেন শেখ, মহিলা ইউপি সদস্য হেনা বেগম, ময়না আক্তার দুলি, হোসনেয়ারা বেগম, ইউপি সচিব গোলাম মোস্তফা,অফিস সহকারী মোফাজ্জল হোসেন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শামসুল ইসলাম ঢালী, রাকিবুল ইসলাম জনি, আশিক, সাংবাদিক সামসুদ্দিন তুহিন প্রমুখ।
সভায় প্রধান মন্ত্রীর ১০টি প্রকল্পের বিষয়ে সকলকে অবহিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও বিষয়বস্তুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা তথ্য অফিসার।