8
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের একজন ডাক্তার ও একজন স্বাস্থ্য কর্মির শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (১০ মে) সকাল ১১টায় এ তথ্য নিশ্চত করেছেন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম। এ নিয়ে টঙ্গীবাড়ীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৪ মুন্সীগঞ্জ জেলায় ২৪৫।
স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা ইসলাম জানান, কোন উপসর্গ ছাড়াই এরা করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে আক্রান্ত চিকিৎসক মুন্সীগঞ্জ সদর উপজেলার তার বাসা হতে এসে ডিউটি করতো। আক্রান্ত হওয়ার পর তাকে তার নিজ বাড়িতে এবং স্বাস্থ্য কর্মিকে তার টঙ্গীবাড়ী উপজেলার নিজ বাসায় হোম আইশোলেশনে রাখা হয়েছে।