1
শুক্রবার সকাল ১০টায় আব্দুল্লাপুর বাজার টংগিবাড়ী কার্যালয়ের সামন থেকে নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখা সংগঠনের আয়োজনে কোভিড-১৯ করোনাভাইরাস মহামারি দুর্যোগে অসহায় ও কর্মহীন পরিবহনের চালকদের মধ্যে একশত গাড়ী চালক কে নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস
কাঞ্চনের পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য সামগ্রী মধ্যে ছিলো। চিনিগুড়া চাইল১কেজি, ভাতের চাউল ২ কেজি, তৈল ১লিঃ, খিচুড়ির চাল ১কেজি, চিনি অদাকেজি, লবন অদাকেজি,মুগডাল অদাকেজি, সেমাই একপেকেট, ও প্রভৃতি খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র সভাপতি এম জামাল হোসেন মন্ডল, সহ সভাপতি জয়নাল আবেদীন কন্টাকটার, দপ্তর সম্পাদক আরিফ হোসেন মন্ডল, ক্রীয়া ও সমাজ কল্যান সম্পাদক মোঃ হাবিবুর রহমান , যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা, কায্যকরি সদস্য মোঃ বাবুল শেখ, সদস্য প্রমূখ।