1
মুন্সীগঞ্জ ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীদের সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে শহরের সুগন্ধা কমিউনিটি সেন্টারে মুন্সীগঞ্জ ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবয়ক কমিটির সদস্য সচিব মো: শাজাহান গাজী। মুন্সীগঞ্জ ব্যবসায়ী ঐক্য পরিষদের আহŸায়ক কমিটির আহŸায়ক মো. সিরাজউদ্দিন তালুকদার (ভুলু) এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান লিন্টু, শহর জামে মসজিদ শপিং সেন্টারের সাধারণ সম্পাদক মো: আলম সরকার জনি, মুন্সীগঞ্জ জেলা প্রাইভেট ও কিøনিক ডায়াগনোষ্টিক মালিক সমিতির সভাপতি আয়নাল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুর রহমান জি.এইচ.সিটি.শপিং সেন্টারের সভাপতি মো: আজিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, মুন্সীগঞ্জ শহর ব্যাবসায়ী সমতিরি প্রতিষ্ঠাতার সাবেক সভাপতি হাজী আব্দুর সাত্তার,পৌর সুপার মার্কেটের সভাপতি হাজী মো: জাকির হোসেন, মুন্সীরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: রবিউল আউয়াল রবি, মুন্সীগঞ্জ ড্রাগ এশোশিয়েশনের সভাপতি শ্রী নারায়ন চন্দ্র দাস কালা, সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন খান, মুন্সীগঞ্জ লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো: গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হাজী মো: ফয়সাল বিপ্লবকে নৌকার ক্রেষ্ট তুলে দেন মুন্সীগঞ্জ ব্যবসায়ী ঐক্য পরিষদ। পৌর সভার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা নৌকার পক্ষে সমর্থন জানান। এছাড়াও ব্যবসায়ীরা বলেন আমরা সবাই মিলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করবো। বর্তমান মুন্সীগঞ্জ পৌর মেয়র ও মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব তার সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন। আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহিত রাখার জন্য আবারো তাকে পৌর মেয়র হিসেবে নিবার্চিত করতে চাই। আমরা ৩০ জানুয়ারী ভোট কেন্দ্র যাবো নৌকা মার্কায় ভোট দিবো।