Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

পদ্মার ভাঙনে আবারো বিলীন শিমুলিয়া ঘাটের ৪নং ফেরীঘাট

জাফর মিয়া 255 বার
আপডেট সময় : Saturday, August 8, 2020
আকস্মিক পদ্মার ভাঙনে আবারো বিলীন মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের ৪নং ফেরীঘাট

1

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়াঘাট এলাকায় আবারো পদ্মার ভাঙন শুরু হয়েছে। প্রথম দফা ভাঙনে মাথায় ফের ২য় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ৪নং ফেরী ঘাটটি।

পদ্মায় প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার রাত আড়ইটার দিকে ভাঙন শুরু হলে ভোর সাড়ে ৫টার দিকে ৪নং ফেরী ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গনরোধে বিআইডব্লিটিএ বালিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণের চালাচ্ছে চেষ্টা।

এদিকে দূর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত আটটা থেকে আজ শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত পরিসরে ১ ও ২ নং ফেরি ঘাট দিয়ে হালকা যানবাহন নিয়ে চলছে, কে টাইপ, ছোট-বড় ৭ টি ফেরি।

এনিয়ে ৯দিনের ব্যবধানে ২দফা ভাঙনে শিমুলিয়ার ৪টি ফেরীঘাটের মধ্য ২টি ঘাট বিলীন হলো। এর আগে গত ২৮ই জুলাই ভেঙে যায় ৩নং রোরো ফেরীঘাটটি।

বিআউডাব্লউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এরমধ্যেই ৪নং ফেরীঘাটটি সহ এপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে, তাই গতকাল বৃহস্পতিবার রাত আটটা থেকে বন্ধ থাকার পর আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে ১ ও ২ নং ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঝুকিতে রয়েছে ২ নং ঘাটটি।

বিআইডাব্লটিএ প্রকৌশলী মো: হেরিস আহমেদ বলেন, গতকাল দুপুর থেকে ভাঙ্গন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলে চলছে ভাঙ্গন নিয়ন্ত্রণের চেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares