Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

পদ্মার ভাঙনে শিমুলিয়া ঘাট

ডেস্ক রির্পোট
আপডেট সময় : Wednesday, July 29, 2020
পদ্মার ভাঙনে শিমুলিয়া ঘাট

1

তীব্র স্রোতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরীঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে নদী ভাঙন শুরু হলে ভাঙনের কবলে বিলীন হয়েছে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া নদীবন্দরের ৩নং ফেরীঘাটসহ ঘাট এলাকার ১০০মিটার অংশ। ভেঙে গেছে নদী সংলগ্ন একটি মসজিদসহ বেশ কিছু স্থাপনা।

বিলীন হওয়া ফেরীঘাটটি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে চলাচলাকারী রো,রো (বড়)
আকৃতির ফেরীর জন্য ব্যবহার করা হলেও নদী ভাঙনের কবলে তা বন্ধ হয়ে গেছে।

শিমুলিয়া ফেরীঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, দুপুর থেকে নদী ভাঙন শুরু হয়। ৩নং ফেরী ঘাটটি পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘাট রো রো (বড়) আকৃতির ফেরীর জন্য ব্যবহার করা হতো।

ঘাটের পল্টুন নদীর অনেক দূরে ভেসে গেছে। ফেরী মুখদুমের সাহায্যে পল্টুনটিকে আপাতত নদীতে নোঙর করে রাখা হয়েছে। এই ঘাট দিয়ে আর কোন গাড়ি পারাপারে সুযোগ নেই। ভাঙন বাড়লে ক্ষয়ক্ষতি আরো বাড়বে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares