5
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভাই-বোনদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকায় পদ্মা নদীতে ডুবে ওই শিক্ষার্থী মারা যায়।
নিহত স্কুল শিক্ষারর্থীর নাম সামিয়া আক্তার (১১)। সে উপজেলার কলমা ইউনিয়নের ভরাকর এলাকার কর্নেল বেপারী মেয়ে। সামিয়া ধাইদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ছিলেন।
নিহত স্কুলছাত্রীর মামাতো ভাই আরাফাত মুন্না জানান, সামাজিক একটি অনুষ্ঠানের জন্য সামিয়াদের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছিলাম। দুপুরের আগে ১৫-১৬ জন মামাতো-ফুপাতো ভাইবোন পদ্মা নদীতে গোসল করতে যাই। নদীর পাশে চরে আমরা ছেলেরা ফুটবল খেলছিলাম।
সামিয়া আমাদের অন্যান্য বোনদের সাথে পানিতে নেমে গোসল করছিল। কিছুক্ষন পরে কয়েকজন এসে জানায় সামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৎক্ষণাৎ আমরা বাড়িতে খোঁজ করি। বাড়িতে না থাকায় পরবর্তীতে আমরা নদীতে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর সামিয়াকে জ্ঞানহীন অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,বাড়ি ভর্তি মানুষ।সবাই এক সাথে কত আনন্দ করছিলাম। আনন্দের সাথে গোলস করতে গিয়ে কান্না নিয়ে ফিরতে হলো।