Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

পদ্মা সেতুতে বসল ৩৮তম স্প্যান

হোসনে হাসানুল কবির
আপডেট সময় : Saturday, November 21, 2020
দৃশ্যমান ৫৭০০ মিটার পদ্মা সেতুতে বসল ৩৮তম স্প্যান

5

পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৮তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার। শনিবার দুপুরে এই স্প্যান বসানো হয়।

এর আগে সকালে মাওয়া পাড়ের সঙ্গে পদ্মা সেতু যুক্ত করতে ৩৮ নম্বর স্প্যানের ১ ও ২ নম্বর পিলারে বসানোর কাজ শুরু হয়। ৪১ স্প্যানের মধ্যে পদ্মায় এখন দৃশ্যমান ৩৮টি স্প্যান। এর মধ্যে জাজিরা প্রান্তে ২৯টি আর মাওয়া প্রান্তে ৯টি। নতুন স্প্যানটি বসানো হয়েছে সেতুর একেবারে শুরুতে অর্থাৎ ১ ও ২ নম্বর পিলারের উপর।

সেতু প্রকৌশলীরা জানান এই স্প্যানটির ব্যাপারে তাদের নিতে হয়েছে বাড়তি প্রস্তুতি ও বাড়তি সতর্কতা। সেতুর এটিই প্রথম স্প্যান। এর উপর দিয়েই যে কোনো ভারি যানবাহন এমনকি ট্রেনও উঠবে সেতুতে। তারা জানান পদ্মাসেতুর প্রতিটি স্প্যানের ডিজাইনই একটির থেকে অপরটি ভিন্ন। তবে ১ ও ২ নম্বর খুঁটির উপর বসতে যাওয়া স্প্যানটির ভিন্নতা অনেক বেশি। এ স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে তৈরি হয়ে এসেছে অনেক পরে। অন্য পিয়ারগুলোতে ৬ থেকে ৭টি পাইল ব্যবহার করা হলেও শক্তিশালী এ পিয়ারটিতে ব্যবহার করা হয়েছে ১৬টি পাইল।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares