1
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৯ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে মোট আক্রান্ত সদস্যের সংখ্যা দাড়াল ৬৭৭। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত সদস্যের সংখ্যা ছিল ৫৩৬ জন।
এদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তবে যে চারজন মারা গেছেন, তারা সবাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।
পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, শুক্রবার দুপুরে পর্যন্ত সারাদেশে পুলিশের ১ হাজার ২২৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর আইসোলেশনে আছেন ১৫৯ জন। করোনায় আক্রান্ত ৫৫ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
সারা দেশের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের নতুন ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ডিএমপিতে শুক্রবার পর্যন্ত মোট ৩২৮ জন আক্রান্ত হয়েছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, ঢাকা মহানগর পুলিশে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা তাদের ভাবিয়ে তুলছে। মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রোটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২২টি বিভাগের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় ১২ জন নারীও আছেন।