4
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ। রোববার দুপুরে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ ফটকে ঘন্টাব্যাপি মানববন্ধন ও পরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় উপজেলা ছাত্রলীগ সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপিত খালিদ হাসান খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমিলি পারভীন, সাধারন সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহাত, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহির রায়হান, যুবলীগ নেতা হামজাদ ঢালী প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে