1
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকার মাধব দেবনাথের বাড়ি প্রাঙ্গনে ‘শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারজ’ এর ৩২ তম হোমযজ্ঞ ও ধর্মসভার দুইদিন ব্যাপী আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়ে“তপোবন সংঘ” জেলা শাখার আয়োজনে ধর্মসভা, ও মঙ্গল ঘট স্থাপন করার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আজ মঙ্গলবার বিশ্ব শান্তিকামনায় পূর্নব্রক্ষ্র শ্রী হরিনাম সংকীর্তন ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দুইদিন ব্যাপী আয়োজনে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। বিকালে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এদিকে পূজা উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তপোবন আশ্রম কার্যনির্বাহী কমিটির সভাপতি শিপলু মন্ডল, সাধারণ সম্পাদক পলাশ কুমার বিশ্বাস, উৎসব কমিটির সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক প্রাননাথ দাস, তপোবন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সেন্টু সরকার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সুমিত সরকার সুমন প্রমুখ।