4
করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ থেকে রক্ষা পেতে এবং প্রতিরোধের লক্ষ্যে দেশের জেলা উপজেলার গ্রামগুলোকে স্বেচ্ছায় লকডাউন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১০এপ্রিল বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখর গ্রামের একটি পাড়ার প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে লকডাউন ঘোষণা করা হয়। এতে করে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। আর এখানকার বাসিন্দারাও একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না।
সচেতনতাই হতে পারে একটি জাতীকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। তাই আজ আমরা আমাদের গ্রামকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে লকডাউন করার উদ্যোগ নিয়েছি। শুধু লকডাউন করলেই হবে না প্রতিটি মানুষকে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে এবং সকলকে নিজ নিজ বাসস্থানে আবদ্ধ করতে হবে।