5
সংস্কারের অভাবে বেহাল মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈখর এলাকার রাস্তাটি। গোটা রাস্তাটি হেলে পরেছে পুকুর পাড়ের দিকে। সাম্প্রতিক বন্যার পানিতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের চেষ্ঠায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বছরের পর বছর ধরে বেহাল দশা বিরাজ করছে বৈখর গ্রামের এই রাস্তাটির। এই রাস্তাটি হচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পুকুর পাড়ের রাস্তা। সবটুকু রাস্তাই বর্তমানে যাতায়াত করাই দুষ্কর। রাস্তাটিতে বৃষ্টির সময় পানি পরে পিসল হয়ে থাকে। তাতে এ পথে চলাচলে অনেক অসুবিধা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের।
এদিকে এই রাস্তায় যদি কোন ব্যক্তি ভুল বশত এসে পড়ে, সেই ব্যক্তি থুক্কু থুক্কু বলে আর আসবে না বলে পরিশেষে তওবা করে এখান থেকে ফেরত যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে রাস্তাটি পুন: সংস্কার না করায় রাস্তার বিভিন্ন অংশে ফাটল দেখা যাচ্ছে।
বছরের প্রথম দিকে এ রাস্তাটি পুন: সংস্কার করা হলে এই রাস্তাটির এমন দশা হতো না বলে এখানকার এলাকাবাসী মনে করেন। সেই সময়ে রাস্তা পুন: সংস্কারের উদ্যোগ নেয়া হলে অর্থও কম লাগতো। এখন এ রাস্তাটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে বলে গ্রামবাসী মনে করছেন। এদিকে রাস্তার বেহাল দশার কারণে এ রাস্তা দিয়ে বর্তমানে পায়ে হেটে চলাচল করা বর্তমানে দু:স্কর হয়ে উঠেছে।
এছাড়া এ পথে এখন কোন রিক্সা বা গাড়ি নিয়ে চলাচল করা যাচ্ছে না রাস্তার বেহাল দশার কারণে। এমনই অভিযোগ তুলে ধরেছেন এলাকাবাসীরা।
যেসব ব্যাক্তিরা এ পথের দু’পাশে বাড়িঘর তৈরি করেছেন, তারা শুধু বাধ্য হয়েই এ পথে এখন চলাচল করছেন। এখানে বসবাসকারীদের অন্যত্র কোথাও চলে যাওয়ার ব্যবস্থা না থাকায় তারা বর্তমানে বাধ্য হয়েই এখানে বসবাসের সূত্র ধরে এ পথেই চলাচল করছেন বলে গ্রামবাসারী জানিয়েছেন।