5
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিকারী জামাত বিএনপির মদদপুষ্ট, উগ্র মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং কোষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ। রবিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা, শহর এবং সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন কাচারি এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো: ফয়সাল মৃধা, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারন সম্পাদক মো: সাজ্জাত হোসেন সাগর, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়া এবং সাধারন সম্পাদক মাহমুদুল হাসান লাকুমসহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানন।
আওয়ামী লীগের যুগ্ম Ñসাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, সদর থানা যুবলীগের সভাপতি মোঃ বাদল রহমান, জেলা যুবলীগের সদস্য মো: জালাল উদ্দিন রুমির রাজন, শহর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম এলান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, গজারিয়া উপজেলা আওয়ামী যুবলীগ নেতা প্রভাষক দেলোয়ার হোসেন।