1
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এড: নাহিদ হাসান (শান্ত)। গত বুধবার দুপুর ১ টার দিকে ১ নং ওয়ার্ড এলাকার চার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফুল হকের কাছে এই মনোনয়ন পত্র জমা দেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এড: নাহিদ হাসান (শান্ত)।
এতে উপস্হিত ছিলেন মুন্সিবাড়ী জামে মসজিদের ইমাম আবদুল কুদ্দুস,বৃক্ষ প্রেমিক আমির হোসেন মুন্সী,আনু মুন্সী,গিয়াস উদ্দিন মুন্সী,খুরশেদ মোল্লা, মোরশেদ খান, শামিম মুন্সী, আলমগীর খান, আলআমীন মুন্সী, লিন্টু, বনী মুন্সি, চেফিন, জিহান, নিম, তনয়সহ মাঠপাড়া, জমিদারপাড়া, দক্ষিন কোটগাঁওয়ের চার শতাধিক গ্রামবাসী। কাধে-কাধ মিলিয়ে এড: নাহিদ হাসান শান্তর পক্ষে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করবেন বলে জানান মাঠপাড়াসহ তিন কোটগাঁওয়ের চার শতাধিক গন্যমান্য গ্রামবাসী। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মুন্সীর পুত্র এড: নাহিদ হাসান শান্ত,রাজনৈতিক অঙ্গনে মুন্সীগঞ্জের মাটিতে জামাল হোসেন মুন্সীর রাজনীতি ছিল মুন্সীগঞ্জের সকল গন মানুষের মনে-প্রানে। সেই সৃতি যা আজও বয়ে বেড়ায় মুন্সীগঞ্জের সকল মানুষের মনে প্রানে,যা ভোলার মত নয় মুন্সীগঞ্জ বাসীর রাজনিতির পেক্ষাপটে ।