4
মহাকালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বেপারী অসহায় দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
গতকাল সোমবার সকাল ১০ টায় তার নিজবাড়ি থেকে ১ শ ৬০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। নজরুল বেপারী নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস জনিত কারণে বেকার হয়ে যাওয়া পরিবারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহাকালী ইউনিয়ন ৩ নং ওর্য়াড আ’লীগ সভাপতি ইমরান হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বেপারী, মোহসিন হাওলাদার, আল আমিন মোল্লা, ৮ নং ওর্য়াড মেম্বার মোঃ আক্তার হোসেন খান ও সদর থানা ছাত্রলীগ সহসভাপতি মোঃ শরীফ। এ খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, সয়াবিন, পিঁয়াজ, চিনি, বুট, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়।