1
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে মিরকাদিম পৌর আওয়ামী লীগ আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। মিরকাদিম পৌর ভবনে অনুষ্ঠিত জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, মুখ্য আলোচক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সামছুল কবির মাসটার।
মিরকাদিম পৌর আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতেন সেনটুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় জন্মদিন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ
সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার আবু তাহের, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলার আব্দুল মজিদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদল।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মওলানা তফাজ্জল হোসেন, পরবর্তীতে বিশাল আকৃতির জন্মদিনের কেক কাটার মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।