1
ডিবি পুলিশের জালে সাত মাদক সেবনকারি গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। মুন্সীগঞ্জ পৌরসভাস্থ মুন্সীরহাট এলাকা থেকে শুক্রবার রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে এই সাত যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৫জনের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা গ্রামে। আর দুইজনের বাড়ি হচ্ছে একই ইউনিয়নের জাজিরা কুঞ্জনগরে।
শনিবার মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি’র ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করলে বিজ্ঞ আদালত প্রত্যেককে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। আসামিদেরকে আদালতে সাজা প্রদান করার পরে জেলখানায় পৌঁছে দেওয়া হয়েছে।
বর্তমানে তারা জেলহাজতে আছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন যথাক্রমে (১) সাগর (২০), পিতা দেলোয়ার হোসেন (২) মো: সাইফুল ইসলাম বাবু (২৪), পিতা জান সুরুজ বেপারী (৩) মো: মাসুদ রানা (২০), পিতা হাবিব বেপারী (৪) আবিদ খান (২৫), পিতা আনোয়ার হোসেন খাঁন (৫) মোহাম্মদ শুভ হাসান (২০), পিতা মাহফুজ খান।
গ্রেফতারকৃত এই কয়জনের বাড়ি হচ্ছে জাজিরা গ্রামে। (৬) মোহাম্মদ শাহিন (২৪), পিতা মো: সুরুজ খান, (৭) মো: রিয়াজ (২৩), পিতা কাশেম খান। গ্রেফতারকৃত এই দুইজনের বাড়ি হচ্ছে জাজিরা কুঞ্জনগর গ্রামে।