Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল ও নাট্যকর্মীর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : Sunday, April 19, 2020
মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল ও নাট্যকর্মীর জন্মদিন পালিত
মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল ও নাট্যকর্মীর জন্মদিন পালিত

4

মুন্সীগঞ্জের স্বনামধন্য নাট্যসংগঠক থিয়েটার সার্কেলের ২২ তম ও একই সংগঠনের সভাপতি সাব্বির হোসাইন জাকিরের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দেশে করোনা মহামারি থাকায় ঘরোনাভাবে কেক কেটে এ জন্মবার্ষিকী পালন করা হয়।

রোববার রাতে শহরের সুপার মার্কেট এলাকার আনমনা প্রাঙ্গণের উদ্যোগে এই আনমনা কার্যালয়ে এই নাট্য সংগঠন ও নাট্যকর্মীর জন্মদিবস পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আনমনা প্রাঙ্গণের সভাপতি ও থিয়েটার সার্কেলের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন সজল, থিয়েটার সার্কেলের সভাপতি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হেসাইন জাকির, আনমনা প্রাঙ্গণের সহসভাপতি রোভার মো. জুনায়েদ, থিয়েটার সার্কেলের সাবেক সাধারণ সম্পাদক সুদীপ দাস দীপ, বর্তমান যুগ্ম-সম্পাদক আশরাফ আলী, নাট্যকর্মী সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

উল্লেখ্য, মুন্সীগঞ্জের প্রয়াত সাংবাদিক, কবি, সংগঠক আনোয়ার হোসেন আনু ওরফে আনমনা আনোয়ার থিয়েটার সার্কেলের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি ছিলেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares