5
আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যায় দেওভোগ এলাকাবাসির আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রওফ মাদবরের এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৪,৫,৬, সংরক্ষিত আসন মহিলা কাউন্সিলর হোসনে আরা, ৪,৫,৬, সংরক্ষিত আসন প্রার্থী পারভীন বেগম, সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান শিবলী, বাদল রহমান, এডঃশামছুন নাহার শিল্পী, জুরহাস মাস্টার, আবুর বাসার, মিলন মৃধা,সাকিলা বেগম,কুদ্দুস ফকির, আমান উল্লাহ, এডঃ সিরাজুল ইসলাম লিটন, মোঃবায়েজিদ, হাজী বাদল, মিজানুর রহমান মিজান, ইউসুফ ফকির, আতাউর রহমান অটল, উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মত বিনিময় সভায় বক্তরা বলেন, আমরা যাকে তাকে পৌরসভার চেয়ারে বসাতে চাই না। দৃশ্যমান উন্নয়নের রূপকার হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকেই তারা পূনরায় পৌর মেয়র হিসেবে পেতে চান। দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, এলাকায় রাস্তাঘাট নির্মাণ হয়েছে, ড্রেন নির্মান হয়েছে, রাতে রাস্তার লাইটের আলোতে মা বোনেরা রাস্তা দিয়ে চলতে পারছে। শহরজুড়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে শতভাগ। কতো মেয়র আসছে এবং চলে গেছে।
কিন্তু বর্তমান মেয়র শহর জুড়ে আধুনিকতার ছোঁয়া লাগিয়েছে। পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ফয়সাল বিপ্লবের বিকল্প হিসেবে কাউকেই দেখছেন স্থানীয়রা। পৌর সভার উন্নয়নে মেয়রের পাশে থাকার ঘোষনা দেন ওয়ার্ডবাসী।
পরে প্রধান অতিথির বক্তেব্যে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আপনাদের সকল দাবি দাওয়া পূরন করবো।