8
মুন্সীগঞ্জের পৃথক স্থান থেকে ওয়ারেন্ট ভুক্ত নজু সরকার (৪৫) ও মোঃ রাজন নামের দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার বিকালে সদর উপজেলার মুন্সীকান্দি থেকে মৃত কালু সরকারের ছেলে নজু সরকারকে ও শহরের উপকন্ঠ গোসাইবাগ এলাকা থেকে মোঃ নেছার মুন্সীর ছেলে মোঃ রাজন কে গ্রেপ্তার করা হয়। উভয় আসামীর বিরুদ্ধে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্ট ছিলো। এতদিন তারা পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমান বলেন,গ্রেপ্তার কৃত দুই আসামীর বিরুদ্ধে আলাদা আলাদা দুটি জিআর মামলা ওয়ারেন্ট ছিলো। গ্রেপ্তারের আগে উভয় আসামী পলাতক ছিলো। সোমবার তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।