8
মুন্সীগঞ্জে করোনা উপসর্গে মারা যাওয়া মাঠপাড়া নিবাসী নুরুল আমিনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার আসা রিপোর্টে তার করোনা আসে। এর আগে তিনি করোনা উপসর্গে মারা যান। তবে করোনার উপর্সগে মারা গেলেও উপর্সগের কথা এলাকাবাসী জানতে না পেরে জানাজায় অনেক লোক সমাগম ঘটে।
এদিকে তার করোনা পজিটিভ হয়েছে জানাজানির হওয়ার পর জানাজায় অংশগ্রহণকারী ও সংস্পর্শে আসা লোকজনের ঝুঁকি বেড়ে গেছে।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমন বনিক বলেন, করোনা উপসর্গে মারা যাওয়া মাঠপাড়ার বাসিন্দা মৃত নুরুল আমিনের করোনা পজিটিভ আসে।