4
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর ব্রিজের উপর থেকে অজ্ঞাত (৩৫) এক নারী লাফিয়ে আত্মহত্যা করেছে। অজ্ঞাত নারীর নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি।
সোমবার বিকেলে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরবর্তি মুক্তাপুর ব্রিজের সিড়ির সামনে থেকে ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা যানা যায়নি।
এব্যাপারে সদর থানার এস আই মোঃ মিজানুর রহমান বলেন, অজ্ঞাত এই নারী ব্রিজের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পেরণ করা হয়েছে। এখনো মৃতদেহর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে রির্পোট পেলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।