5
মুন্সীগঞ্জে অটো ও মিশুক কেন্দ্রিক অপরাধ নিরসনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি শিশু-কিশোরদের হাতে অটো ও মিশুক গাড়ি তুলে দিলে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। রবিবার পৌর শিশু পার্কের সামনে মুন্সীগঞ্জ সদর থানার অটো ও মিশুক গাড়ির প্লেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০ টায় নাম্বার প্লেট প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব। এ সময় আরো উপস্থিত ছিলেন কাইজার হোসেন কাজু, মহিউদ্দিন বেপারীসহ মুন্সিগঞ্জ সদর থানার অটো মিশুক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
এই কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে মুন্সিগঞ্জ সদর থানায় ৫ হাজার অটো ও মিশুক গাড়ির নাম্বার প্লেট প্রদান করা হলো। এর আগে প্রতিটি গাড়িকে হলুদ রং করা হয়েছিলো।