4
মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকার সন্তান অ্যাডভোকেট হাফিজ আহমেদ (৪২) ইন্তেকাল করেছেন। তিনি দেওভোগ এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে।
শুক্রবার (১৫ মে) সকাল ৮ টার দিকে নারায়নগঞ্জের ‘কোঅপারেটিভ’ নামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি মা, এক বোন, ৫ ভাই, স্ত্রী, দুই ছেলে সন্তানের মধ্যে বড় ছেলে ৫ বছর ও দেড় বছর বয়সের ছোট ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার (১৫ মে) সারে ৩ টার দিকে দেওভোগ কবরস্থান সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও জেলা আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।