1
মুন্সীগঞ্জে রবিবার নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। শনিবার পাঠানো সন্দেহভান ৮ জনের নমুনা পরীক্ষা করে দেখা গেছে এদের কারও করোনা নেই। আইইডিসিআর এর সাথে কথা বলে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত।
তিনি বলেন, রবিবার আরো ৭০ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। এখান থেকে বেশ কয়েকজনের জনের পজেটিভ আসার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করছেন।
জানা যায়, জেলায় মোট আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯ জন (এর মধ্যে শহরে ২ জন। দুইজনই মানিকপুরের), গজারিয়ায় ৮ জন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে ৭ জন, শ্রীনগরে ৪ জন এবং লৌহজং উপজেলায় ৫ জন।
মুন্সীগঞ্জ জেলায় করোনা পরীক্ষার জন্য শনিবার সর্বোচ্চ ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো সিভিল সার্জন অফিসে সংরক্ষণ করার পর রবিবার সকালে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আরও জানান, এই ৭০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৯, লৌহজং উপজেলায় ৫, শ্রীনগরে উপজেলায় ৫, সিরাজদিখান উপজেলায় ১৪, গজারিয়ায় উপজেলায় ১৭ ও টঙ্গীবাড়ি উপজেলার ১০ জনের নমুনা রয়েছে। এনিয়ে মুন্সীগঞ্জ জেলায় ৩২৩ জনের নমুনা সংগ্রহ করা হলো। এ পর্যন্ত পাঠানো ২৫৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৩ জনের পজেটিভ হয়েছে। নেগেটিভ এসছে ২১০ জনের। আর এই ৭০ জনের রিপোর্ট আসার কথা রয়েছে সোমবার।