1
মুন্সীগঞ্জে ৯ জুন বৃহস্পতিবার নতুন আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৩৫৩ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার নতুন আরও ৪০ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৪।
তবে গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৫৫ জন। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার নতুন শনাক্ত ৫০ জনের মধ্যে সদর উপজেলায় ২২জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩জন, সিরাজদিখান উপজেলায় ১২জন, লৌহজং উপজেলায় ৩ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন, গজারিয়া উপজেলায় ৭জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান,গত ৭ ও ৮ ই জুলাই তারিখের ২১৭ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১১৩১১ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১১০১৭ টি।