Logo
ব্রেকিং নিউজ :
Wellcome to our website...

মুন্সীগঞ্জে ঈদগাহে নয় মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত

হোসেন হাসানুল কবির
আপডেট সময় : Monday, May 25, 2020

1

মুন্সীগঞ্জ জেলায় ঈদগাহগুলোতে এ বছর ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় নি। তবে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ কারণে মুন্সীগঞ্জ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান আয়োজনেরও কোনো তোড়জোড় ছিলো না।

জেলার ২ হাজার ৬১৭টি মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লির উপস্থিতি বেশি থাকলে প্রয়োজনে বাড়তি জামাতেরও ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বিভিন্ন মসজিদের কমিটির সদস্য।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রবিবার ৩০ রমজান শেষ হয়। আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সারাদেশ।

কারোনাভাইরাসের সংক্রমণের মধ্যে প্রায় গৃহবন্দী মানুষ। গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে টানা সাধারণ ছুটি চলছে। এরই মধ্যে রমজান শেষে এসেছে ঈদ। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে রবিবার ঈদ পালিত করছে।

সকারের নির্দেশনা ছিলো করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখাতে হবে। কিন্তু অনেক মসজিদে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে দেখা যায় নি।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
0Shares
0Shares