করোনা সংক্রমন এড়াতে আগামী ঈদু-উল-ফিতরের আগে খোলা হচ্ছেনা মুন্সীগঞ্জ শহরের একাধিক মার্কেট এমন সিদ্ধান্ত নিয়েছেন মুন্সীগঞ্জ পৌর ব্যবসায়ী কমিটি। শুক্রবার রাতে কমিটির এক জরুরি সভায় নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আজ শনিবার (৯ মে) থেকে পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত খোলা যাবেনা কোন ব্যবসা প্রতিষ্ঠান। তাদের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ্য করেছে সাধারণ মানুষ।
কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে তাই আমাদের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার (৯ মে) থেকে মুন্সীগঞ্জ পৌর-মার্কেট, জেলা পরিষদ মার্কেট, শিশু পার্কক মার্টেকসহ বঙ্গবন্ধু সড়কের দুই পাশের সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব মার্কেট বন্ধ রাখার কথাও জানান তিনি। তবে যথারীতি ঔষধের দোকান,নিত্য প্রয়োজনীয় পর্ণ সামগ্রীর দোকান জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক খোলা থাকবে।