1
মুন্সীগঞ্জে নতুন করে আরো চার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৪ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার আরও ৪ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে সদরে ১ জন, টঙ্গীবাড়িতে ১ জন, গজারিয়া ১ জন এবং লৌহজংয়ে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া বুধবার সন্ধ্যায় একজন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে গাজরিয়া ও টঙ্গীবাড়িতে ৭ জন করে, সিরাজদিখান, সদর ও লৌহজংয়ে ৩ জন করে এবং শ্রীনগরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এই তথ্য দিয়ে বলেন, ‘এ পর্যন্ত ২১১ জনের সোয়াব আইইডিসিআরে পাঠানো হয়েছে। যার মধ্যে ১৬৫ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট এসেছে। এই রিপোর্ট অনুযায়ী সন্দেহভাজন ২৪ জনের পজিটিভ এসেছে, বাকি ১৪১ জন ভাল আছেন, তাদের করোনা নেই। এই ২৪ জনের অধিকাংশই নারায়ণগঞ্জ ফেরত।’
আজ নতুন করে আরো ৪৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছে ২১১ জন।